দিনাজপুর সদরের শহিদুল ইসলামকে হত্যা করা হয়েছে তার অটোরিকশার চারটি ব্যাটারীর জন্য। হত্যাকান্ডে জড়িত সন্দেহে গ্রেফতাররা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য জানা গেছে।
শুক্রবার, ১০ এপ্রিল বিকেলে দিনাজপুর কোতোয়ালি থানার তদন্তকারী কর্মকর্তা ও পরিদর্শক তদন্ত বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
হত্যার চারদিন পর পুলিশ এই দুই আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন দিনাজপুর সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউপির সোনাহার পাডার আকবর আলীর ছেলে জুলফিকার আলম ও একই ইউপির ওমরপাইল গ্রামের মমিনুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম।
তদন্তকারী ওই কর্মকর্তা জানান, শহিদুল ইসলামের অটোরিকশার চারটি ব্যাটারি ২০ হাজার টাকায় অন্য এক লোকের কাছে বিক্রির উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। গ্রেফতাররা নিজেদের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। মামলার অপর আসামি পলাতক রয়েছেন।
নিহত শহিদুল দিনাজপুর সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউপির বনতারা গ্রামের সিপাহী মোল্লার ছেলে। গত রোববার, ৫ এপ্রিল দুপুর ১২টার দিকে দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ী নামক স্থানে এক ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।