ভক্তের চড় প্রভাসের গালে

গোটা দক্ষিন এশিয়ার সিনেমা ব্যবসায়কে তাক লাগিয়ে দিয়ে ১৫শ কোটি টাকা আয় করা বাহুবালী ছবির নায়ক প্রভাস কে কষে চর মারলেন এক নারী ।

আমেরিকার লস অ্যাঞ্জেলসের বিমানবন্দরের এক নারী ভক্তের চরে চমকে যান প্রভাস । কিন্তু তিনি অবাক হলেও বিরক্ত হন নি । সম্প্রতি এই চরের ভিডিও টি ভাইরাল হয়ে যায় ।

ভিডিওটিতে দেখা যায় বিমানবন্দরে প্রভাস হেটে যাচ্ছে। হঠাৎ এক নারী ভক্ত তার দিকে দৌড়ে আসে ছবি তোলার জন্য। প্রভাসও তাকে নিরাশ করে নি, ভক্তের সাথে তিনি স্বাভাবিক ভাবে ছবি তুলেন ।

ছবি তোলা শেষ হলে মেয়েটি আবেগী হয়ে লাফালাফি শুরু করেন এবং এক পর্যায়ে প্রভাসের গালে চর বসিয়ে দেন । এটি ছিলো ওই ভক্তের অতি আবেগের বহি:প্রকাশ।

জানা গেছে, প্রভাস বর্তমানে লস অ্যাঞ্জেলসে তার পরবর্তি ছবি ‘সাহো’ এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন ।

এমবি/রাতদিন