২১ আগস্টের গ্রেনেড হামলায় জড়িতদের বিচার দাবিতে নগরীতে বিক্ষোভ সমাবেশ করেছে রংপুর মহানগর শ্রমিকলীগ। মহানগরীর ৩৩টি ওয়ার্ড ও জেলার আট উপজেলায়ও একই কর্মসূচী পালিত হয়।
আজ বুধবার, ২১ আগস্ট দুপুরে নগরীর রিপোর্টার্স ক্লাব লেনের শ্রমিকলীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ বরে করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন মহানগর শ্রমিকলীগ ও রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএ মজিদ, মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি কাউন্সিলর রহমত উল্লাহ বাবলা, সহ-সভাপতি জাকির হোসেন কাঞ্চন ও যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর সৈয়দ মাহবুব মোর্শেদ শামীম।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি ও জামাত জোট একাধিকবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালিয়েছে। তারা আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের এই ষড়যন্ত্র এদেশের মানুষ রুখে দিয়েছে। বক্তারা অবিলম্বে ২১ আগস্টের অপরাধীদের বিচার শেষ করার দাবি জানান।
এদিকে দিনটি উপলক্ষে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠন নিহতদের স্মরণে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করে।
এছাড়াও মহানগরীর ৩৩টি ওয়ার্ড ও জেলার আট উপজেলায়ও একই কর্মসূচী পালিত হয়।
জেএম/রাতদিন