উলিপুরে ভ্যানচালকের বাড়ীতে সাবেক সেনা সদস্যের হামলা, আহত ৫

পূর্ব শত্রুতার জেরে কুড়িগ্রামের উলিপুরে ভ্যান চালক প্রতিপক্ষের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে ৫ জন।

বুধবার, ২১ আগস্ট উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের চৌমহনী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ভ্যান চালক মোজাম্মেল হক (৬৫), লালবি বেগম (৫৫), মোরশেদ হাসান লালু(২৯) ও শান্তনা বেগম(২৪) আরিফা বেগম(২৭) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফকরুল ইসলাম আহতদের চিকিৎসার বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের মাদারটারী চৌমহনী বাজার এলাকার ভ্যান চালক মোজাম্মেল হকের পুত্র মোর্শেদ হাসান লালুর সাথে একই এলাকার সমছেল আলীর পুত্র সাবেক সেনা সদস্য এরশাদুল হকের দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। এরই জের ধরে বুধবার সকালে এরশাদুল হক দলবল নিয়ে প্রতিপক্ষ লালুর বাড়িতে দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় মারপিটে ওই ৫জন মারাত্মকভাবে আহত হন।

পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েয়ের প্রস্তুতি চলছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র সরকার বলেন, আহতদের চিকিৎসা চলছে।

এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন।

জেএম/রাতদিন