ভারতে করোনায় আক্রান্ত ১৩৮৮৫, কোন রাজ্যে কত?

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১০০৭ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৬০ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩৩৮৭। সুস্থ হয়েছেন ১৭৪৯ জন। ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে ২৩ জনের। আর মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৩৭।

শুক্রবার, ১৭ এপ্রিল সকাল পর্যন্ত আক্রান্ত ও মৃতের এই তথ্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আনন্দবাজার।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওযাল জানিয়েছেন, ভারতে করোনা আক্রান্ত রোগীদের সুস্থ হয়ে ওঠা এবং মৃত্যুর হার গোটা বিশ্বের তুলনায় মোটামুটি অর্ধেক। সারা বিশ্বে সুস্থ হয়ে ওঠা রোগী এবং মৃতের হার যথাক্রমে ২৪.৮৬ ও ৬.৪৭ শতাংশ।

রাজ্যভিত্তিক আক্রান্তের সংখ্যা:

  • মহারাষ্ট্রে আক্রান্ত ৩২০৫, মৃত্যু ১৯৪
  • দিল্লিতে আক্রান্ত ১৬৪০, মৃত ৩৮
  • তামিলনাড়ুতে আক্রান্ত ১২৬৭
  • রাজস্থানে আক্রান্ত ১১৩১
  • মধ্যপ্রদেশে ১১২০, মৃত ৫৩
  • গুজরাটে আক্রান্ত ৯৩০, মৃত্যু ৩৬
  • উত্তরপ্রদেশে আক্রান্ত ৮০৫
  • তেলেঙ্গানায় আক্রান্ত ৭০০
  • কেরলে আক্রান্ত ৩৯৫
  • জম্মু ও কাশ্মীরে আক্রান্ত ৩১৪ জন। আর
  • পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ২৫৫, মৃত ১০ আর সুস্থ হয়েছেন ৫১ জন।

লব আগরওয়াল জানিয়েছেন, ভারতের ৩২৫টি জেলা এখনও পর্যন্ত করোনামুক্ত (গ্রিন জোন)।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর)-এর প্রধান আর গঙ্গাখেদকার জানিয়েছেন, সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে এখনও পর্যন্ত মোট ২,৯০,৪০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

জেএম/রাতদিন