ভারত থেকে টিকার প্রথম চালান আসছে কাল, আসবে চীন-রাশিয়া থেকেও: পররাষ্ট্রমন্ত্রী

করোনাভাইরাসের ৩৫ লাখ টিকা বাংলাদেশে আসছে আগামীকাল বৃহষ্পতিবার। ভারত থেকে এই টিকা আসছে বাংলাদেশে। এর মধ্যে ২০ লাখ টিকা উপহার হিসেবে পাচ্ছে বাংলাদেশ।

আজ বুধবার, ২০ জানুয়ারি ফরেন সার্ভিস একাডেমিতে কন্ট্রাক্ট ফার্মিং–বিষয়ক এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এ তথ্য জানান।

আব্দুল মোমেন বলেন, ভারত উপহার হিসেবে করোনার ২০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে দেবে। এ ছাড়া চুক্তির আওতায় প্রথম চালান হিসেবে ১৫ লাখ টিকা দেশে আসবে।

আব্দুল মোমেন বলেন, আগামীকাল সব মিলিয়ে ৩৫ লাখ টিকা দেশে আসবে। দেশে টিকা আসার পরপরই তা দেওয়ার কর্মসূচি শুরু হবে।

টিকাদান কর্মসূচি ধারাবাহিকভাবে চলতে থাকবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘টিকা পাওয়ার বিষয়ে আমরা এখন যথেষ্ট নিশ্চিত।’

রাশিয়া, চীনসহ আরও কয়েকটি দেশ বাংলাদেশকে টিকা দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বলে জানান আব্দুল মোমেন। তিনি বলেন, ‘রাশিয়া অনেক ভ্যাকসিন দিতে চায়। এই দলে চীনও আছে।’

চীন উপহার হিসেবে কোন টিকা বাংলাদেশকে দিচ্ছে কিনা তা নিশ্চিত করেননি পররাষ্ট্র মন্ত্রী।

জেএম/রাতদিন

মতামত দিন