প্রথম বারের মতো ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার উদ্যোগে বাংলাদেশে আয়োজন করা হবে ভারত-বাংলা ফিল্ম অ্যাওয়ার্ড। এক প্রেস মিটে নির্মাতা গৌতম ঘোষ এ কথা জানান।
বাংলাদেশ এবং ভারতের সিনেমাকে ‘ওয়ান উইন্ডো সিস্টেম’ এর মাধ্যমে বাংলাভাষার সিনেমাকে পুরো বিশ্বের দর্শকের কাছে পৌঁছানোর লক্ষে এই উদ্যোগ নেয়া হয়েছে। তারা পুরস্কার দেয়ার জন্য বাংলা সিনেমা নির্বাচন করে মনোনয়ন দিবেন। মোট ১২টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে।
আগামী ২১ অক্টোবর ঢাকায় ভারত-বাংলা ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে।’
বাংলাদেশের সিনেমাগুলোর জন্যও রয়েছে জুরি কমিটি। এই কমিটিতে থাকবেন নির্মাতা, সাংবাদিক এবং সমালোচক। তবে কারা থাকছেন, সেই নাম এখনও জানানো হয়নি। বাংলাদেশের ছবির ক্ষেত্রেও ১২টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে।
বাংলা ছাড়াও আরও আট ভাষার চলচ্চিত্রের জন্য রয়েছে পুরস্কার। তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড়, মারাঠি, ভোজপুরি, গুজরাটি এবং হিন্দি ভাষার ছবি দেখানো হবে এই আসরে।
প্রেস মিটে গৌতম ঘোষ আরও বলেন, ‘ভারত এবং বাংলাদেশের সিনেমাগুলোকে এক মঞ্চে নিয়ে আসার জন্যই মূলত এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন।
শান্ত/রাতদিন