ভিক্ষার টাকায় ঘুষ, পুলিশের এএসআই প্রত্যাহার

মাজহারুল হক। কিশোরগঞ্জের ভৈরব থানার এএসআই। তিনি গত মঙ্গলবার শহরের নিউটাউন এলাকা থেকে মো. জুয়েল নামের এক রিকশাচালককে ধরে নিয়ে থানার পেছনে রান্নাঘরে বন্দি করে রাখেন।

বিনা অপরাধে আটকের পর ওই রিক্সাচালকের পরিবারের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন ওই পুলিশ সদস্য। টাকা না দিলে ইয়াবা দিয়ে মামলা করা হবে বলে তাকে হুমকি দেয়া হয়।

পরে জুয়েলের মা জরিনা বেগম খবর পেয়ে ১৩ হাজার টাকা ওই এএসআইকে দেয়। এরপর ছেড়ে দেয়া হয় জুয়েলকে।

জরিনা বেগম অভিযোগ করে সাংবাদিকদের বলেন, তার ঘরের জিনিসপত্র বিক্রি এবং মায়ের (জরিনার মা) ভিক্ষার ২ হাজার টাকাসহ মোট ১৩ হাজার টাকা দেয়ার পর জুয়েলকে ছাড়া হয়।

পরে ঘটনাটি শুক্রবার স্থানীয় এক সাংবাদিক ঘটনাটি জেনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন। ঘটনাটি কিশোরগঞ্জের পুলিশ সুপারের নজরে আসলে আজ  শনিবার, ২০ জুলাই দুপুরে তাকে কিশোরগঞ্জের পুলিশ লাইনে প্রত্যাহার (ক্লোজড) করা হয়।

পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার রেজোয়ান দীপুকে ঘটনা তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

ভৈরব থানার ওসি মো. মোখলেছুর রহমান জানান, ক্লোজড করা এএসআইকে রোববার থানা থেকে রিলিজ করা হবে। তথ্য সূত্র : যুগান্তর অনলাইন

এইচএ/রাতদিন