কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ভিজিএফের চাল ক্রয়ের অভিযোগে এক ব্যবসায়ীকে সাত দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আফতাব মণ্ডল নামে ওই ব্যবসায়ির কাছে ২১ বস্তা চাল জব্দ করে আদালত।
সোমবার, ৩ জুন বিকেলে উপজেলার জয়মনিরহাট খাদ্য গুদাম থেকে ভিজিএফের চাল বিতরণকালে ওই ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে এ দণ্ডাদেশ দেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী।
জানা যায়, ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের দুস্থ লোকদের জন্য এ চাল বরাদ্দ ছিলো। তবে সেখানকার ইউপি চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে কোন্দলের কারণে সোমবার জয়মনিরহাট খাদ্য গুদাম থেকে উপকারভোগীদের ভিজিএফের এ চাল বিতরণ করা হয়।
বিকেলের দিকে চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনে যান ইউএনও এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী। সে সময় আন্ধারীঝাড়ের আফতাব মণ্ডল নামে এক ব্যবসায়ীকে ২১ বস্তা চাল ক্রয় করার অভিযোগে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যবসায়ীর সাত দিনের কারাদণ্ডাদেশসহ সমুদয় চাল জব্দ করার নির্দেশ দেন ইউএনও।
সংবাদমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী।
জেএম/রাতদিন