ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার, ১৯ এপ্রিল তার করোনা শনাক্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি করার তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
এরআগে, গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে ভারতে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলার পাঁচটি পরামর্শ দিয়েছিলেন মনমোহন সিং।
এদিকে, ভারতে গত ২৪ ঘণ্টায় আরও দুই লাখ ৭৩ হাজার ৮১০ জনের করোনা শনাক্ত হয়। যা দেশটিতে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে টানা পঞ্চম দিনের মতো দেশটিতে দিনে দুই লাখের বেশি রোগী শনাক্ত হলো। এখন পর্যন্ত দেশটিতে এক কোটি ৫০ লাখ ৬১ হাজার ৯১৯ জন শনাক্ত হয়েছেন। সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয়তে।
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও এক হাজার ৬১৯ জন। এটিই এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যু। করোনায় এ পর্যন্ত ভারতে মারা গেছেন এক লাখ ৭৮ হাজার ৭৬৯ জন।
এবি/রাতদিন