মসজিদের মাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান

চতুর্থধাপের উপজেলা পরিষদ নির্বাচনেও দেশের বিভিন্ন এলাকায় ভোটারদের উপস্থিতি নেই বললেই চলে। রোববার, ৩১ মার্চ সকাল আটটা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হবে বিকাল চারটায়।

এদিকে কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ নির্বাচনের ভোট কেন্দ্রে যেতে মসজিদের মাইক থেকে ভোটারদের আহ্বান জানানো হয়েছে বলে এক খবরে জানিয়েছে বাংলাদেশ প্রতিদিন অনলাইন।

খবরে বলা হয়, উপজেলার রাধানগর এলাকার মসজিদের মাইকে সকাল সাড়ে ৯টায় এ আহ্বান জানানো হয়।



মা্ইকে বলা হয়, ‘মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। আপনারা ভোট দিতে সবাই কেন্দ্রে যান।’

সকাল ১০টার দিকে পত্রিকাটির একজন সাংবাদিক ওই কেন্দ্রে গিয়ে দেখেন, ‘ভোটার উপস্থিতি তেমন নেই। ফাঁকা মাঠে এক শিশু লাঠিম খেলছে।’

এর আগে সকালে এ কেন্দ্রের সামনে নৌকা প্রতীক ও আনারস প্রতীকের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

এইচএ/রাতদিন