মসজিদ মাদ্রাসার জন্য যেখানেই ডাকবে সেখানেই যাবো: মসিউর রহমান রাঙ্গাঁ

রংপুরের গঙ্গাচড়া উপজেলার হাবু তাঁতিপাড়া জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেছেন জাতীয় পার্টি (জাপা) মহাসচিব ও স্থানীয় সাংসদ মসিউর রহমান রাঙ্গাঁ। বৃহস্পতিবার, ৬ জুন তিনি সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

এতে বিশেষ অতিথি ছিলেন গজঘণ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জাপা নেতা ডা. আজিজুল ইসলাম (ঘুটু) ও খতিবর রহমান।

উপস্থিত ছিলেন গজঘণ্টা ইউনিয়ন জাপা সাধারণ সম্পাদক আব্দুল বারী দুলাল ও বড়বিল ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক সুজা-উদৌলা সাগর।

প্রধান অতিথির বক্তব্যে জাপা মহাসচিব বলেন, মসজিদ রক্ষার দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন। দুনিয়া সৃষ্টির আগেই মসজিদের জায়গা আল্লাহ নির্ধারণ দিয়েছেন।

তিনি বলেন, ‘আমি যতদিন বেঁচে আছি মসজিদ মাদ্রাসার জন্য যেই ডাকবে সেখানেই যাবো। আমার সাধ্যমতো দান করার চেষ্টা করবো।’

এইচএ/রাতদিন