মাদারীপুরে করোনা আক্রান্ত সন্দেহে সেই ২৯ জন কোয়ারেন্টাইনে

মাদারীপুরে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ২৯ জনকে সদর হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরা সবাই ঢাকায় আইসোলেশনে থাকা ইতালি প্রবাসীর সংস্পর্শে ছিলেন।

মঙ্গলবার, ১০ মার্চ দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, ইতালী প্রবাসী করোনা আক্রান্তের সাথে থাকা ২৯ জনকে চিহ্নিত করে মাদারীপুর সদর হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তিনি আরও জানান, করোনাভাইরাস প্রতিরোধে আইসোলেশন ওয়ার্ডের অধীনে সদর হাসপাতালের নতুন ভবনে ১০০টি, পুরাতন ভবনে ৪টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ২টি করে বেড প্রস্তুত রাখা হয়েছে।

করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়ে সিভিল সার্জন বলেন, হাঁচি কাঁশির সময় নিয়ম মেনে চললে, অপ্রয়োজনে জনসমাগম এড়িয়ে চললে, হ্যান্ডশেক-কোলাকুলিতে সতর্ক থাকলে, নিয়মিত হাত-মুখ পরিষ্কার রাখলে করোনা ভাইরাস থেকে মুক্ত থাকা সম্ভব।

জেএম/রাতদিন