মানুষের দুর্দশার কথা সংসদে তুলে ধরছে জাপা : রাঙ্গা

জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধিদলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেছেন, জাতীয় পার্টির নির্বাচিত সংসদ সদস্যরা সংসদে সুযোগ পেলেই প্রত্যন্ত এলাকার মানুষের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরছেন। তাঁরার গ্রামীণ জনপদে খাদ্য নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য সেবা, অবকাঠামোগত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দিচ্ছেন।

শুক্রবার, ২৯ মার্চ দুপুরে রংপুরের গঙ্গাচড়ার মর্ণেয়া ইউনিয়নে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি ।

তিনি বলেন, বর্তমান সরকারও গ্রামকে শহরের আদলে সাজাতে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর...




স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে গঙ্গাচড়ার সারাই বাজার ইউজেডআর জমচওড়া বাজার সংলগ্ন হতে আলালহাট মর্ণেয়া উচ্চ বিদ্যালয় পর্যন্ত নতুন সড়কের উন্নয়ন ফলকের উন্মোচন করেন সাবেক প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি। এর বাইরে আরো দুটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন মসিউর রহমান রাঙ্গা।

এসময় তাঁর সাথে ছিলেন গঙ্গাচড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল, রংপুর জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, মর্ণেয়া ইউনিয়ন চেয়ারম্যান মোছাদ্দেক আলী আজাদ, রংপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক খতিবর রহমান, গঙ্গাচড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাজী শামছুল আলম ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক হাকিমুজ্জামান নাজিম এবং জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক মমিনুল ইসলাম রিপন।

এইচ/রাতদিন