মান্দায় দরিদ্র মানুষেরা পেলেন ডাঃ মাহফুজের ঈদ উপহার

নওগাঁর মান্দায় ডা: মাহফুজ নয়ন ব্যক্তিগত অর্থায়নে ২শ’ দরিদ্র পরিবারকে ঈদ উপহার দিয়েছেন। এসময় তিনি এলাকার কিছু পরিবারকে নগদ অর্থ সহায়তাও দেন।

রোববার, ২৪ মে উপজেলার ১৪ নং বিষ্নুপুর ইউনিয়নের মানুষদের মাঝে এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়।

পাবনা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ডাঃ মাহফুজ নয়ন। তিনি মান্দা এলাকার জনপ্রিয় চেয়ারম্যান মরহুম মোখলেছুর রহমানের বড় ছেলে।

এদিন তিনি নিজ ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার এবং কিছু পরিবারকে নগদ অর্থ সহায়তা দেন। এ সময় ইউনিয়ন,ওয়ার্ড  আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ যুবলীগ,কৃষকলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডাঃ মাহফুজ নয়ন এ সময় তার মৃত বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এবং ভবিষ্যতে বাবার মত সবার পাশে থেকে সাহায্য সহযোগিতা করতে পারেন এজন্য সহযোগিতা চেয়েছেন।

জেএম/রাতদিন