মালবাহী ট্রেন চলবে বৃহষ্পতিবার থেকে

মালবাহী ট্রেন বৃহস্পতিবার, ৩০ এপ্রিল থেকে পুরোপুরিভাবে চালু করতে প্রস্তুত রেলওয়ে। করোনাভাইরাসের সংক্রমিত কোভিড-১৯ ঠেকাতে এক মাস বন্ধ রাখার পর আপাতত মালবাহী ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। অন্যদিকে যাত্রীবাহী ট্রেন চালুর প্রস্তুতিও নিয়ে রাখছে সংস্থাটি। সরকারের সংকেত পেলে তা চালু করা হবে।

বুধবার, ২৯ এপ্রিল রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ট্রেন চলাচল স্বাভাবিক করার পরিকল্পনা তো রাখতেই হবে। কারণ যখনই সরকার বলবে গণপরিবহন চলবে, তখন তো ট্রেনও চলবে। এই সময়টার মধ্যে রেলওয়ের ট্র্যাকগুলো রিপেয়ারিং করা হচ্ছে। এই কাজগুলো চলছে।’

অবরুদ্ধ অবস্থার মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ করা হলেও কন্টেইনার ও মালবাহী ট্রেন চলবে বলে জানানো হয়েছিল। তবে ওই ট্রেন চলাচলও সীমিত হয়ে পড়েছিল।

রেলপথমন্ত্রী বলেন, ‘এখন চিন্তা করতেছি যেগুলো লাগেজ ভ্যান আছে, যেগুলো দিয়ে আমরা মালামাল পরিবহন করি, যেমন- খাদ্য-দ্রব্য, শাকসবজি, ধান পরিবহনে যদি লাগে, সেগুলো চলাচলের চিন্তা ভাবনা করছি।’

তিনি বলেন, ‘ব্যবসায়ীরা যদি এগুলো ব্যবহার করতে চায়, তাহলে আমরা চালু করব। সেভাবে যদি হয় তাহলে কাল থেকেই এ ধরনের ট্রেন চালু করব। এখন লাগেজ ভ্যানের মাধ্যমে পার্সেল ট্রেন চালু হলে সেগুলো দিয়ে ব্যবসায়ীদের বিভিন্ন পণ্য পরিবহন স্বাভাবিক হবে।’

তবে যাত্রীবাহী ট্রেন এখনই চলাচল শুরুর কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান সুজন। তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত সরকার থেকে গণপরিবহন চলাচলের সিদ্ধান্ত না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত বন্ধ থাকবে।’

প্রসঙ্গত, ছোঁয়াচে রোগ কোভিড-১৯ এর মহামারি ঠেকাতে গত মার্চ ২৬ মার্চ সরকার সাধারণ ছুটি ঘোষণা করে লকডাউনে যাওয়ার আগেই যাত্রীবাহী ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ করা হয়েছিল।

এরপর দুই দফায় বেড়ে সাধারণ ছুটি ৫ মে পর্যন্ত বেড়েছে। এই সময় থেকে গণপরিবহন চলছে না।

জেএম/রাতদিন