মা আত্মহত্যা করেছে বিষপানে, ছেলে দঁড়িতে

মায়ের বিষপানে আত্মহত্যার পর তার কলেজ পড়ুয়া ছেলে গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করেছে। মায়ের মৃত্যুর ১৮ দিনের মাথায় গতকাল শুক্রবার, ১১ সেপ্টেম্বর  গভীর রাতে ঘরের পাশে গাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন ছেলে।

বরিশালের আগৈলঝাড়ায়ে এ ঘটনা ঘটেছে। আজ শনিবার মর‌দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের শান্তি রঞ্জন বেপারীর স্ত্রী রেখা বেপারী (৫০) পারিবারিক কলহের কারণে গত ২৫ আগস্ট বিষপান করে আত্মহত্যা করেন।

মায়ের আত্মহত্যার ১৮দিন পর বরিশাল কলেজ পড়ুয়া ছেলে ডালিম বেপারীও শুক্রবার গভীর রাতে ঘরের পাশে গাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার সকালে বাড়ির লোকজন দেখে পুলিশকে সংবাদ দেয়। পুলিশের এসআই ফোরকান মিয়া ঘটনাস্থলে গিয়ে মর‌দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শনিবার দুপুরে বরিশাল মর্গে প্রেরণ করেন। তবে কি কারণে ডালিম আত্মহত্যা করেছেন তা এখনও জানা যায়নি।

এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন আ‌গৈলঝাড়া থানার ওসি আফজাল হো‌সেন।

এবি/রাতদিন