রংপুর কমিউনিটি চক্ষু হাসপাতালের উদ্যোগে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়ন পরিষদে চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। এতে অর্থায়ন করেছে ইউকেএইড ও সহযোগিতা করে সাইটসেভারর্স।
বুধবার, ২২ মার্চ অনুষ্ঠিত চক্ষু শিবিরে প্রতিবন্ধী, হতদরিদ্র, সংখ্যালঘুসহ শিশুদের বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চক্ষু পরীক্ষা, কম্পিউটারে চোখ পরীক্ষা, ছানি রোগী বাছাই এবং চোখের নানা রোগের চিকিৎসা দেওয়া হয়। পরে বাছাইকৃত ছানি রোগীদের বিনামূল্যে ছানি অপারেশনের জন্য হাসপাতালে নেওয়া হয়।
এ শিবিরের উদ্বোধন করেন পায়রাবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফয়জার রহমান খান। উপস্থিত ছিলেন পরিষদের সচিব মো. আনিছুর রহমান এবং রফিকুর ইসলাম দুলাল, হেনা বেগম, ইমদাদ, শাফিউল আলম, আছিরন নেছা, মঞ্জুয়ারা ও মাসুদ রানাসহ বেশ কয়েকজন অতিথি।
এইচএ/রাতদিন