মুক্তিযুদ্ধ সংগঠক সাবেক প্রতিমন্ত্রী আব্দুর রউফ চৌধুরীর দ্বাদশ মৃত্যুবার্ষিকী পালিত

হাজারো মানুষের শ্রদ্ধার্ঘ্য অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী আব্দুর রউফ চৌধুরীর ১২তম মৃত্যুবার্ষিকী। দিবসটি পালন উপলক্ষে আব্দুর রউফ চৌধুরী ফাউন্ডেশন, বোঁচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচী পালন করে।

সোমবার,২১ অক্টোবর সকাল ৯টায় দিনাজপুরের বোঁচাগঞ্জের সেতাবগঞ্জ পৌর এলাকার ধনতলা চৌধুরীপাড়াস্থ মরহুমের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন আব্দুর রউফ চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মরহুমের স্ত্রী রমিজা চৌধুরী।

শ্রদ্ধার্ঘ নিবেদন করেন খালাসউদ্দীন চৌধুরী ওয়াকফ এস্টেট-এর মোতয়ালী আব্দুল মোমিন চৌধুরী, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক ফোরাম, বোঁচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর, বোঁচাগঞ্জ থানা , বিরল পৌরসভার মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, দিনাজপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারন সম্পাদক আফসার আলী, বিরল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল লতিফ ও সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু।

এছাড়াও সেতাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ইসাহাক আলী, সাধারন সম্পাদক নুরে আলম খন্দকার কায়ছার, বোচাগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আকতারুজ্জামান সজীব, সাধারন সম্পাদক আশরাফ আলী তুহিন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক পার্থ সরকার, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সেতাবগঞ্জ প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শ্রদ্ধার্ঘ্য অর্পন করে।

এরপর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় মরহুমের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের হাজারো মানুষের ঢল নামে।

এদিকে, আগামীকাল মঙ্গলবার, ২২অক্টোবর ১১টায় সেতাবগঞ্জ আব্দুর রউফ চৌধুরী অডিটরিয়ামে বোঁচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী আব্দুর রউফ চৌধুরী ২০০৭ সালের ২১ অক্টোবর মৃত্য্বুরণ করেন।

এসকে/রাতদিন