পীরগঞ্জের খালাশপীর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজে মুজিববর্ষ উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে অন্যান্য আয়োজনের পাশাপাশি শতাধিক শিক্ষার্থীকে বিনামূল্যে মুক্তিযুদ্ধভিত্তিক বই উপহার দেয়া হয়।
বৃহষ্পতিবার, ৬ ফেব্রুয়ারি কলেজের হলরুমে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউএনও টিএমএ মমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মমিন মন্ডল সহ কলেজের শিক্ষক-কর্মচারীরা।
কলেজটির শিক্ষার্থীরা ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ বিষয়ে রচনা প্রতিযোগিতা এবং গজল, ভাওয়াইয়া গান ও কৌতুক অভিনয়ে অংশ নেয়।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বঙ্গবন্ধুর জীবনাদর্শ তুলে ধরে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন ইউএনও টিএমএ মমিন। পরে শিক্ষার্থীদের মাঝে প্রফেসর জাফর ইকবাল সম্পাদিত ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ নামে ১’শ ২০টি বই বিনামুল্যে প্রদান করেন। বই পেয়ে শিক্ষার্থীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন।
মুজিববর্ষ উপলক্ষ্যে কলেজের সাজসজ্জার ভ’য়সী প্রশংসা করেন অংশগ্রহনকারীসহ এলাকাবাসী।
মুজিববর্ষ উপলক্ষে বিভিন্ন কলেজের পক্ষ থেকে বছর ব্যাপী কর্মসুচী গ্রহন করা হয়েছে বলে জানিয়েছেন উদযাপন কমিটির আহ্বায়ক উপাধ্যক্ষ ফজলুল হক।
জেএম/রাতদিন