মেলায় এবার কবর বুকিং!

ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে পাঁচ দিনব্যাপী রিহ্যাব ফেয়ার-২০১৯। সেখানকার ৩১ নম্বর স্টলে কবরের জমি বিক্রির উদ্দেশ্যে বুকিং নিচ্ছে এমআইএস হোল্ডিংস।

আর এতে লাশ দাফনের জন্য কবরের জমি পাওয়া যাচ্ছে প্রায় সাড়ে তিন লাখ টাকায় ।

প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা আফরোজা সুলতানা জানান, এখন আর ঢাকা শহরে স্থায়ী কবর বরাদ্দ পাওয়া যায় না। তাই আমরাই স্থায়ী কবর বুকিং নিচ্ছি। যিনি জমি কিনবেন তাকে সাব-কাবলা রেজিস্ট্রি করে দেওয়া হবে।

জানা গেছে, পূর্বাচল রাওজাতুল জান্নাত প্রকল্পের আওতায় প্রায় ২০০ বিঘা জমির ওপর ৮ হাজার কবরের সংকুলান হবে। ইতিমধ্যে সেখানে দুই হাজার কবরের জমি তৈরি করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর...

তবে সেখানে শুধু কবরস্থান নয়, মসজিদ, মাদ্রাসা এবং এতিমখানাও করা হচ্ছে। যারা এখানে জমি কিনবেন তাদের টাকার একটি অংশ থেকে এগুলো করা হবে বলে জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

৭ ফুট দৈর্ঘ্য এবং ৩.৫ ফুট প্রস্থের (২৪.৫ বর্গফুট) এই কবরের জমির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৩০ হাজার টাকা। সেইসাথে ১৫ হাজার টাকা এককালীন সার্ভিস চার্জ মিলে মোট ৩ লাখ ৪৫ হাজার টাকায় একটি কবর পাওয়া যাবে।

প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা আফরোজা সুলতানা আরও বলেন, কবর বুকিং দেওয়া ব্যক্তির মরদেহ সম্পর্কিত সব আনুষ্ঠানিকতা আমরাই করব। মরদেহের গোসল করানো, জানাজা ও দোয়াসহ দাফনও আমাদের লোক দিয়েই করে দেব। কবরের ২৪ ঘন্টা নিরাপত্তাও নিশ্চিত করা হবে। ৩ লাখ ৪৫ হাজার টাকার মধ্যেই এই সব কিছুই হবে।

সুত্র- যুগান্তর

এমআরডি-১০.০২.২০১৯