যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্রাট প্রার্থী জো বাইডেন। মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে ২৮৪ পেয়ে জো বাইডেন দেশটির ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গার্ডিয়ান নিশ্চিত করেছে, মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে ২৮৪ পেয়ে জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ২১৪ টি ইলেকটোরাল ভোট।

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট আজ রাতে বিজয়ী ভাষণ দেবেন। এতে তিনি দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেবেন বলে সিএনএনের রিপোর্টে বলা হয়।

আজ সকালে বাইডেন ডেলাওয়্যারে বাড়িতে তাঁর পরিবারের সঙ্গে সময় কাটান। তাঁর এক কর্মকর্তা সিএনএনকে বলেন, আজ রাতে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।

ভোট গ্রহণের আগে বিভিন্ন মার্কিন জরিপে দেখা যায়, বাইডেন এগিয়ে আছেন। ঠিক তখন থেকেই ট্রাম্প নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের মনগড়া মন্তব্য করতে থাকেন।

ভোটের দিনও দেখা যায় বাইডেন এগিয়ে। এ অবস্থায় কোনো ধরনের তথ্য-প্রমাণ ছাড়াই কারচুপির অভিযোগ তোলেন ট্রাম্প। আদালতে যাওয়ারও হুমকি দেন। ভোট গণনা বন্ধ রাখার দাবি জানান। এক সময় তিনি নিজেকে বিজয়ী ঘোষণা করেন। ভোট গণনা বন্ধ রাখার দাবিতে ট্রাম্প সমর্থকরা রাস্তায় সশস্ত্র বিক্ষোভ করেন।

এইচএ/রাতদিন