যুব টেষ্ট: ইংল্যান্ডকে সহজেই হারালো বাংলাদেশ

ইংলিশদের বিপক্ষে প্রথম টেস্টে ৮ উইকেটের বড় ব্যবধানে জিতলো বাংলাদেশের যুবারা। রোববার, ১০ ফেব্রুয়ারী চট্টগ্রামে ৩৫ রানের লক্ষ্যমাত্রা চতুর্থ দিনেই সহজে টপকে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ টেস্টদল।

এই জয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ যুব দল। শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি একই মাঠে শুরু হবে শেষ ম্যাচ।

এর আগে বাংলাদেশ যুবারা টেষ্ট জিতেছে দু’টি। যুব ক্রিকেটের প্রথম জয়টি ছিল ইংল্যান্ডের বিপক্ষেই, ২০০৯ সালে। জো রুট, বেন স্টোকসদের ইংলিশ যুবদলকে মোমিনুল, এনামুলদের বাংলাদেশ দল হারিয়েছিল ২ উইকেটে। ২য় জয় শ্রীলংকার বিপক্ষে্, ২০১৮ এর অক্টোবরে। শ্রীলংকা বিজয়ী দলটিই বাংলাদেশের জন্য ৩য় জয়টি এনে দিল চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে।

উল্লেখ্য,ইংলিশদের এই সফরে একমাত্র টি-টোয়েন্টি জয়ের পর ওয়ানডে সিরিজে ৩-০ তে হোয়াইটওয়াশ করে স্বাগতিকরা।

এ সম্পর্কিত আরও খবর...

ম্যাচে ৯ উইকেট নিয়ে ম্যান অব দা ম্যাচ হয়েছেন মিনহাজুর। প্রথম ইনিংসে দলকে বড় লিড এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল অধিনায়ক আকবর আলীর ৮২ ও শাহাদাত হোসেনের ৮৪ রানের দুটি ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর : ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল ১ম ইনিংস: ২৮০ ও ২য় ইনিংস: ১৫২
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১ম ইনিংস: ৩৯৮/৯ ডিক্লে. ও ২য় ইনিংস: (লক্ষ্য ৩৫) ৪০/২

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৮ উইকেটে জয়ী।

আরআই/১০.০২.২০১৯