১৭৮ রান হলেই ইতিহাসের পাতায় বাংলাদেশ

প্রথমবার বিশ্বকাপ জয় কিংবা ইতিহাস গড়া যাই বলুন তা করতে হলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে ১৭৮ রান করতে হবে।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী ভারতকে ১৭৭ রানে অলআউট করে দিয়েছে বাংলাদেশ। টাইগার যুবাদের বোলিং তোপের মুখে পড়ে ৪৭.২ ওভারে অলআউট হয় ভারত।

রোববার, ৯ ফেব্রুযারি দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলি। পিচের আর্দ্রতাকে কাজে লাগানোর জন্য এ সিদ্ধান্ত নেন তিনি।

ম্যাচ জুড়ে দারুণ বোলিং কেরেছে যুবারা। সর্বশেষ তানজিম হাসান আক্রমণে ফিরে এসই পেলেন নিজের দ্বিতীয় উইকেট। সেইসাথে ৪৭ ওভার ২ বলে ১৭৭ রানে গুটিয়ে গেল ভারত। ১৩ ম্যাচ পর যুব ওয়ানডেতে অলআউট হলো দলটি।

বাংলাদেশের বোলিং ছিল আগুনে। ফিল্ডিংয়ে শরীরি ভাষায় ছিল বারুদ। যাশাসবি জয়সাওয়ালের দারুণ ইনিংসের পরও বড় সংগ্রহ গড়তে পারেনি ভারত।

বোলিংয়ে আগুন ঝরিয়েছেন অভিষেক দাস। ৪০ রানে নেন ৩ উইকেট। দুটি করে উইকেট নেন তানজিম ও শরিফুল।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত অনূর্ধ্ব-১৯ দল: ৪৭.২ ওভারে ১৭৭ (জয়সাওয়াল ৮৮, সাক্সেনা ২, ভার্মা ৩৮, গার্গ ৭, জুরেল ২২, বীর ০, আনকোলেকার ৩, বিষ্ণুই ২, সুশান্ত ৩, তিয়াগি ০, আকাশ ১*; শরিফুল ১০-১-৩১-২, তানজিম ৮.২-২-২৮-২, অভিষেক ৯-০-৪০-৩, শামীম ৬-০-৩৬-০, রকিবুল ১০-১-২৯-১, হৃদয় ৪-০-১২-০)