অফিসের অনুমতি না নিয়ে রাস্তায় ইট ও খোয়া বিছানো শুরু করায় কাজ বন্ধ করে দিয়েছেন প্রকৌশল দপ্তর। রংপুরের গংগাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের বিনবিনা ফেরিঘাট থেকে আ্উলিয়ারহাট কালীগঞ্জ উপজেলার সীমান্ত পর্যন্ত ২৩৫০ মিটার রাস্তা পাকাকরণের কাজে এ অনিয়ম ধরা পড়ায় রোববার উপজেলা প্রকৌশলী এজেডএম আহছান উল্লাহ কাজ বন্ধ করে দেন।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, রংপুর নগরীর ঠিকাদারী প্রতিষ্ঠান অন্তু অ্যান্ড তাহিতি (জেভি) এন্টারপ্রাইজ এই সড়কটি পাকাকরণের কাজ পায়।
দুই কোটি ২ লাখ ৪০ হাজার টাকা চুক্তি মূল্যে এই সড়কটিতে বক্স কাটিং, বালু ভরাট করনের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। নিয়ম অনুযায়ী মালামালের নমূনা পরীক্ষা সাপেক্ষে সংশ্লিষ্ট প্রকৌশল দপ্তর থেকে অনুমতি নিয়ে পরবর্তী কাজ করার কথা। কিন্তু ঠিকাদার কোন নিয়মনীতির তোয়াক্কা না করে মাটি ও রাবিশ মিশ্রিত নিম্নমানের খোয়া ও বালু মিশিয়ে সাব-বেজের কাজ চালিয়ে যাচ্ছিলেন। উপরন্তু এ কাজের সময় দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী বা কার্য-সহকারী উপস্থিত ছিলেন না।
রোববার, ২৭ অক্টোবর প্রকৌশল দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অনিয়মের সত্যতা পেয়ে কাজ বন্ধ করে দেন।ওই সড়কে বিছানো সাব-বেজের মালামালের নমূনা সংগ্রহ করে নির্বাহী প্রকৌশলীর দপ্তরের ল্যাবরেটরীতে প্রেরণ করেন। কাজের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী মাসুদার রহমান রাতদিন.নিউজকে বলেন, সংগৃহীত নমূনার রিপোর্ট না আসা পর্যন্ত কাজ বন্ধ থাকবে।
গংগাচড়া উপজেলা প্রকৌশলী এ জেড এম আহসান উল্লাহ রোববার তার কার্যালয়ে রাতদিন নিউজকে বলেন, অনুমতি না নিয়ে কাজ করায় ঠিকাদারের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে এবং সাব-বেজে ব্যবহৃত মালামালের ল্যাব রিপোর্ট খারাপ হলে তা বাতিল করা হবে ।
এসকে/রাতদিন