গ্রাহকের আর্থিক লেনদেনের সুবিধার্থে ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে মহানগরী রংপুরে। নগরীর পায়রা চত্বরের সিটি প্লাজা মার্কেটের নীচ তলায় এই শাখা উদ্বোধন করা হয়।
আজ বুধবার, ২ নভেম্বর সকালে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা এই উদ্বোধন করেন। ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট মের্সাস মনি এন্টারপ্রাইজের আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
ডাচ্ বাংলা ব্যাংক রংপুর রিজোনাল ম্যানেজার আবু জুয়েল, রংপুর সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডেও কাউন্সিলর মাহবুবার রহমান মঞ্জু, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম দেওয়ানী, ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল ইসলাম সিরাজ, ৩১,৩২ ও ৩৩ নং ওয়ার্ডেও মহিলা কাউন্সিলর নাজমুন নাহার নাজমা, ২৩,২৪,২৫ নং ওয়ার্ডেও মহিলা কাউন্সিলর হাসনা বানু এসময় উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে ডাচ বাংলা ব্যাংকের এরিয়া ম্যানেজার মেহেদী হাসান, সিনিয়র সেল্স ম্যানেজার আবুজাফর বসুনিয়া, আব্দুর রাজ্জাক, সেল্স ম্যানেজার মোফাককরুল ইসলাম, মাহিগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি লায়ন এসএম রেজাউল করিম, ৩২ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আলতাব হোসেন, সিটি প্লাজার ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট মের্সাস মনি এন্টারপ্রাইজের প্রোপাইটর রুহুল আমিন, মর্ডাণ শাহিন অটোর প্রোপাইটর শাহিন আখতার শাহিন, দেউতি ওয়ালটন প্লাজার প্রোপাইটর বিপ্লব মিয়া, সমাজসেবক শফিকুল ইসলাম, আবু তাহেরসহ ডাচ বাংলা ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্নস্তরের গণমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
পরে ব্যাংকের শাখার সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
জেএম/রাতদিন