রংপুরে অগ্নিকান্ড: ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন

রংপুর মহানগরীর বেতপট্টিতে দোকান ও গোডাউনে আগুন লাগার ঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে তিনদিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

বুধবার, ১৮ মার্চ রংপুরের এডিএম আরাফাত রহমানকে আহবায়ক করে এই কমিটি গঠন করা হয়।

রংপুর জেলা প্রশাসক আসিব আহসান জানান, এডিএম আরাফাত রহমানকে আহবায়ক করে ফায়ার সার্ভিস, মেট্রোপলিটন পুলিশ, চেম্বার এবং ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাকে কমিটির সদস্য করা হয়েছে। কমিটি তিন দিনের মধ্যে আগুনের সুত্রপাতের কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় ক্ষয়ক্ষতি নিরুপণ ও সহযোগিতার বিষয়ে সুপারিশ করবে।

এদিকে বুধবার জেলা প্রশাসক গঠিত তদন্তদল ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন,আমরা ঘটনাস্থল ভালোভাবে দেখেছি এবং স্থানীয় প্রত্যক্ষদর্শীদের কাছে ঘটনার বর্ননা শুনেছি। পুরো ঘটনা বিশ্লেষণ করে আগামী দুই একদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবো।

মহানগর দোকান মালিক সমিতির সভাপতি আলতাব হোসেন জানান, অগ্নিকাণ্ডে অনেক টাকার মালামাল পুড়ে গেছে। একজন ব্যবসায়ী নিঃস্ব হয়ে গেছে। ক্ষতিপূরনে সরকারের সহায়তা চেয়েছেন তিনি।

জেএম/রাতদিন