রংপুরে ট্রেডিং করেপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য অবৈধভাবে মজুদ রাখার অপরাধে একজন ডিলারকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশ। এসময় আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
গতকাল বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর রাতে নগরীর স্টেশন রোডের আলমনগর কলোনিতে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় আলী হোসেন মুন্না নামের এক ব্যক্তির বাড়ি থেকে ৩০০ কেজি পেঁয়াজ, ৪০০ কেজি চিনি, ৫৪ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। এছাড়া টিসিবির সিলযুক্ত বিভিন্ন ধরনের খালি বোতল, কার্টন উদ্ধার হয়। এসময় মুন্নাসহ ডিলার আসাদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার ডিলারশীপ বাতিল করা হবে বলে জানিয়েছে টিসিবি।
অভিযানটি পরিচালনা করেন রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক।
তিনি বলেন, ‘টিসিবির পণ্য নিম্নমধ্যবিত্তদের মাঝে বিক্রি করার কথা। কিন্তু অসাধু ডিলাররা তা না করে কালোবাজারে বিক্রি করছে। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে’।
আরআই/রাতদিন