রংপুরে জাতীয় আয়কর দিবস পালিত হয়েছে। আজ সোমবার, ৩০ নভেম্বর করভবন চত্বরে বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ বছর দিবসের স্লোগান, ‘সবাই মিলে দিব কর, দেশ হবে স্বনির্ভর’।
সভায় সভাপতির বক্তব্যে রংপুর অঞ্চলের কর কমিশনার আবু হান্নান দেলওয়ার হোসেন বলেন, ‘আধুনিক ও ডিজিটাল সুযোগ সুবিধার মাধ্যমে করদাতাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর’।
তিনি আরো বলেন, ‘করসেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতার সুযোগ রয়েছে। তাই সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে আয়কর প্রদান করে তবে দেশ আরো দ্রুত এগিয়ে যাবে’।
সভায় আরো বক্তব্য রাখেন রংপুর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মোঃ মঞ্জুর আলম , যুগ্ম কর কমিশনার মোঃ আশরাফুল ইসলাম, রংপুর ট্যাক্সেস বার এসোসিয়েশনের সভাপতি এ্যাড. আমিনুল ইসলাম, রংপুর প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবু প্রমুখ।
আরআই/রাতদিন