রংপুরে একদিনে রেকর্ড ৪৩ জনের করোনা শনাক্ত, বাড়ছে লালমনিরহাটে

রংপুর মেডিকেল কলেজের করোনা ল্যাবে নমুনা পরীক্ষায় একদিনে সর্বোচ্চ সংখ্যক করোনা শনাক্ত হয়েছে। ১৮৮ টি নমুনা পরীক্ষায় এদিন ৪৩ জনের করোনা শনাক্ত হয়। রমেক ল্যাবে করোনায় আক্রান্ত শনাক্তের এটি নতুন রেকর্ড। বরাবরের মতো এদিনও সর্বোচ্চ শনাক্ত হয় রংপুর জেলায়। অন্যদিকে বিভাগের সবচাইতে কম সংক্রমিত লালমনিরহাটে দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা।

রোববার, ২৮ জুন সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

তিনি জানান, আজ রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে রংপুরে ২৫ জন, লালমনিরহাটে ৮, কুড়িগ্রামে ৬ এবং গাইবান্ধা জেলার ৪ জনের নমুনায় করোনা শনাক্ত হয়।

রংপুরের ২৫ আক্রান্ত: রমেক অধ্যক্ষের দেয়া তথ্যমতে, রংপুরে নতুন আক্রান্তদের মধ্যে মেট্রোপলিটন হাজিরহাট থানার এক পুলিশ সদস্য (৩২), জেলা পুলিশের এক সদস্য (২২), সদর কোতয়ালী থানার এক পুলিশ সদস্য (৩৮), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তারাগঞ্জের একজন পুরুষ (৫০), হাসপাতালে চিকিৎসাধীন গাইবান্ধা সদরের একজন বৃদ্ধা (৬১)। হাসপাতালে চিকিৎসাধীন মিঠাপুকুরের একজন বৃদ্ধ (৭৫), ধাপ এলাকার একজন নারী (৩২), বেতপট্রি এলাকার একজন বৃদ্ধ (৬৫), ধাপ শ্যামলী লেনের একজন পুরুষ (৪৫), ধাপ সোনালী ব্যাংকের এক কর্মকর্তা (৩৪)। লালকুঠি এলাকার এক যুবতী (২৮), একজন পুরুষ (৩৫), সড়ক ভবনের একজন পুরুষ (৩৫), মেডিকেল পূর্বগেটের একজন যুবতী (২৮) ও একজন পুরুষ (৩৫)। ঘোড়াপীর মাজার এলাকার একজন পুরুষ (৫৮), হনুমানতলা ইসলামপুরের একজন পুরুষ (৩৬), কামাল কাছনার একজন নারী (৩৬), মুলাটোলের একজন নারী (৪৪), সেনপাড়ার একজন পুরুষ (৩৬), সদর তামপাটের একজন নারী (৪৮)। এছাড়া কাউনিয়া থানা পুলিশের একজন সদস্য (৩২), বদরগঞ্জ পৌরসভার একজন পুরুষ, বদরগঞ্জ সোনালী ব্যাংকে কর্মরত এক কর্মকর্তা (৫৬), পীরগঞ্জ ভেন্ডাবাড়ির একজন পুরুষ (৩৩) রয়েছেন।

লালমনিরহাটের ৮ আক্রান্ত: বেশ কিছুদিন পর আজ আবার লালমনিরহাটে আক্রান্তের সংখ্যা বেড়েছে। লালমনিরহাট জেলায় আক্রান্ত আটজনের মধ্যে রয়েছে, লালমনিরহাট ১’শ শয্যা বিশিষ্ট হাসপাতালের একজন পুরুষ (৪৮), অপর পুরুষ (৩৪), অপর পুরুষ (৩৯), এক নারী (৩০), এক শিশু (৭), কালিগঞ্জ উপজেলার ১৭ বছর বয়সী এক কিশোরী, পাটগ্রাম সোনালী ব্যাংকে কর্মরত এক কর্মকর্তা (৫৩) ও ৩৫ বছর বয়সী এক যুবক।

কুড়িগ্রামের ৬ আক্রান্ত: কুড়িগ্রাম জেলায় আক্রান্ত ৬ জন হলেন, জেলার ফুলবাড়ি উপজেলার একজন পুরুষ (৩২), ভুরুঙ্গামারীর ইসলামী ব্যাংকে কর্মরত এক কর্মকর্তা (৪০), নাগেশ্বরীর একজন নারী (৩৬), চিলমারীর ১৭ বছর বয়সী এক কিশোরী ‍ও ওই উপজেলার ৪০ বছর বয়সী দুইজন নারী

গাইবান্ধার ৪ আক্রান্ত: গাইবান্ধা জেলার আক্রান্ত ৪ জনের মধ্যে রয়েছে, সদরের এক বছর বয়সী এক শিশু, একজন যুবক (২৯), মধ্যবয়সী একজন নারী (৪৫) ও সাঘাটা এলাকার একজন পুরুষ (৩৫)

জেএম/রাতদিন