রংপুরের হারাগাছে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া সেই সুইপার করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন না৷ রংপুর মেডিকেল কলেজে হাসাপাতালের সিভিল সার্জন সুত্রে এটি নিশ্চিত হওয়া গেছে।
শুক্রবার, ১০ এপ্রিল বিকেলে রংপুর সিভিল সার্জনের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন হারাগাছ ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সামসুজ্জামান৷
তিনি বলেন, কয়েকদিন আগে উপজেলার খানসামা বটতলা এলাকায় মীনা রানী নামে এক পরিচ্ছন্নতাকর্মী সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন৷ গত মঙ্গলবার তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। বুধবার সকালে ডায়রিয়া শুরু হলে তাকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা৷ কিন্তু হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন এই আশঙ্কায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়৷ সেইসঙ্গে তার সৎকার কাজে নিয়োজিত দুইজনসহ পরিবারের অন্য সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।
তিনি জানান, নমুনা পরীক্ষার পর শুক্রবার বিকেলে ওই নারীর ফলাফল নেগেটিভ এসেছে বলে সিভিল সার্জন অফিস থেকে নিশ্চিত করা হয়।
জেএম/রাতদিন