অবশেষে রংপুরে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আইসিইউ বেড স্থাপনের কাজ শুরু হয়েছে। উদ্বোধরে অপেক্ষায় থাকা ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালে প্রথম পর্যায়ে আগামী ১০ দিনের মধ্যে ১০ টি বেড স্থাপনের কাজ শেষ হবে বলে জানিয়েছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আমিন আহমেদ খান। এরপর সেখানে আরও ৪০টি বেড স্থাপন করা হবে।
জানা গেছে, সাধারণ রোগীদের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে আইসিইউ সুবিধা থকালেও করোনা রোগীদের জন্য আলাদা ভেন্টিলেটরসহ আইসিইউ সুবিধা ছিল না। তবে এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে। করোনায় আক্রান্ত কারও শ্বাসকষ্ট হলে তাকে সেখানে স্থানান্তর করা হবে।
সূত্রমতে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে রংপুরে ৫০টি আইসিইউ বেড স্থাপনের বরাদ্দ দেয়া হয়। আজ রোববার, ১২ এপ্রিল সকালে প্রথম দফায় ১০টি আইসিইউ বেডের প্রয়েজনীয় সরঞ্জাম এসে পৌঁছার পর প্রকৌশলীরা কাজ শুরু করেছেন।
এবি/রাতদিন