রংপুরে করোনা আক্রান্ত রোগীদের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ। করোনা রোগীদের চিকিৎসার জন্য ওষুধসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী প্রদান করেছে রংপুর জেলা ছাত্রলীগ। আগামীতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেয় সংগঠনটি।
রোববার, ২৬ জুলাই দুপুরে রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজুর কাছে ওষুধ ও হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি।
এ সময় রনি বলেন, করোনা সংক্রমণের শুরু থেকে ছাত্রলীগ মাঠে কাজ করছে। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে শহরে-গ্রামে ছুটে বেড়িয়েছে। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, হ্যান্ড স্যানিটাইজার, লিফলেট, ফেস মাস্কসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেছে। এবার করোনায় আক্রান্তদের চিকিৎসার জন্য চিকিৎসকদের হাতে প্রয়োজনীয় ওষুধ তুলে দেয়া হলো।
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের যেকোনো প্রয়োজনে ছাত্রলীগ মানুষের পাশে আছে এবং আগামীতেও থাকবে বলে জানান মেহেদী হাসান সিদ্দিকী রনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন- রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মাহফুজার রহমান, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোস্তফা পারভেজ জিয়ন, সহ-সম্পাদক আরিফুজ্জামান আরিফ প্রমুখ।
এনএ/রাতদিন