রংপুরে করোনা ল্যাবে দশ দিনে ৪৯৫ জনের নমুনা সংগ্রহ

রংপুর মেডিকেল কলেজের (রমেক) করোনা শনাক্তকরণ ল্যাবরেটরির কার্যক্রম শুরুর দশ দিনে ৪৯৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে শুধু আজকে সংগ্রহ হয়েছে ৮০ জনের নমুনা। এসব নমুনা রংপুর বিভাগের আট জেলার বিভিন্ন এলাকা হতে এসেছে।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজের অনুজীব বিজ্ঞান বিভাগের প্রধান ও করোনা শনাক্তকরণ ল্যাবের তত্ত্বাবধায়ক ডা. মোস্তাকিমুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, আজ শনিবার সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ল্যাবে ৮০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আরও সংগ্রহ হবার সম্ভাবনা রয়েছে। এসব নমুনা পিসিআর (পলিমার চেইন রিঅ্যাকশন) মেশিনের ল্যাবরেটরিতে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

তিনি জানান, গত বৃহস্পতিবার, ২ এপ্রিল থেকে রমেকে করোনা শনাক্তকরণ ল্যাবের কার্যক্রম শুরু হয়। ওইদিন থেকে গত নয় দিনে ১০ এপ্রিল পর্যন্ত ৪১৫ জনের নমুনা পরীক্ষা করেছেন ল্যাবরেটরির চিকিৎসক ও টেকনোলজিস্টরা। এ সব নমুনার মধ্যে নয় জনের শরীরে করোনা শনাক্তের পজেটিভ ফলাফল পাওয়া গেছে। এই ফলাফল ঢাকায় স্বাস্থ্য অধিদফতর ও আইইডিসিআর এর কাছে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, রমেকের পিসিআর মেশিনে গত নয় দিনে সংগ্রহ করা নমুনা পরীক্ষায় ৯ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এরমধ্যে রংপুর জেলায় ১, লালমনিরহাটে ১, গাইবান্ধায় ১, নীলফামারীতে ৩ এবং ঠাকুরগাঁও জেলায় ৩ জন রয়েছেন।

অন্যদিকে রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান জানিয়েছেন, আজকে রংপুরে নতুন করে কোনো করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। আগের দুইজনই রয়েছেন। বর্তমানে কোয়ারেন্টাইনরত আছেন ১৫১ জন। এছাড়া বিদেশ ফেরত ৬১১ জনের মধ্যে ১৪২ জনের ঠিকানা ও অবস্থান এখনো চিহ্নিত করা সম্ভব হয়নি।

এদিকে করোনা আক্রান্ত/সন্দেহজনক মনে হলে চিকিৎসা সেবার জন্য রংপুর জেলার রোগীদের জন্য রমেক হাসপাতালের করোনা ইউনিটের হটলাইন নম্বরে (০১৭১২-১৭৭২৪৪) যোগাযোগ করতে বলা হয়েছে।

এছাড়াও রংপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের নম্বর (ফোন- ০৫২১ ৬২১৫০ অথবা ০১৭১৮-৫৬২১৭২), রংপুর মেট্রোপলিটন পুলিশ কন্ট্রোল রুম (ফোন- ০৫২১ ৫৭০০৬৬ অথবা ০১৭৬৯-৬৯৫৪০০) এবং আইইডিসিআর এর হটলাইনে যোগাযোগ করার জন্য বলা হয়।

এনএ/রাতদিন