রংপুরে করোনা শনাক্তে এসেছে পিসিআর মেশিন, শনিবারে পরীক্ষা শুরু

করোনা ভাইরাস সনাক্ত করণ মেশিন পিসিআর ও কিট রংপুর মেডিকেল কলেজে এসে পৌঁছেছে। কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবরেটরিতে এটি স্থাপনের প্রক্রিয়া চলছে।

বৃহস্পতিবার, ২৭ মার্চ রাত পৌনে দশটায় ঢাকা থেকে ট্রাকযোগে মেশিনসহ অন্যান্য সামগ্রী রংপুরে এসে পৌছায়।

রংপুর মেডিকেল কলেজ কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ একেএম নূর-উন-নবী লাইজু জানান, বৃহস্পতিবার সকাল থেকেই আইইডিসিআর থেকে বলা হয় মেশিন আসার কথা শেষ পর্যন্ত রাত পৌনে দশটায় মেশিনটি আসে।

তিনি জানান, ওইদিন রাত থেকেই কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবরেটরির দুটি রুমে মেশিনটি স্থাপনের কাজ করছে গণপূর্ত বিভাগ। দিনরাত শ্রমিকরা কাজ করছেন। শনিবারের মধ্যেই স্থাপন হয়ে যাওয়ার আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও জানান, ‘শিক্ষকদের সাথে প্রয়োজনীয় বৈঠক করে মেশিনটি পরিচালনা এবং পরীক্ষা নিরীক্ষা করার জন্য জনবল নিয়োগ দিয়ে শনিবারের মধ্যে পরীক্ষা শুরু করতে পারবো বলে আশা করছি।’

জেএম/রাতদিন