রংপুরে আলিফ ট্রেডিং নামের এক কাপড়ের দোকানের দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ক্রেতাকে মারপিট করায় ওই দুই কর্মচারীকে আটক করা হয়। এ ঘটনায় মহানগরীর সেন্ট্রালরোড এলাকায় উত্তেজনা দেখা দেয়। বিক্ষোভ করে এলাকাবাসী।
মঙ্গলবার, ২৮ এপ্রিল সকালের দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রংপুরের সেন্ট্রাল রোডে আলিফ ট্রেডিং এর মালিক বাবুল মিয়া প্রশাসনের তোয়াক্কা না করেই প্রতিদিন দোকান খুলে ব্যবসা করে আসছেন। মঙ্গলবার সকাল ১০টায় আলিফ ট্রেডিং থেকে কেনা কাপড় পরিবর্তনের জন্য স্বামী-স্ত্রী দোকানে আসেন।
দোকানের কর্মচারীরা কাপড় পরিবর্তন না করে উল্টো ওই দুজনের উপর চড়াও হন। এক পর্যায় আলিফ ট্রেডিং এর মালিক বাবুল মিয়ার ছেলে অলিফের নির্দেশে সকল কর্মচারী মিলে ২ ক্রেতা স্বামী-স্ত্রীকে ধরে বেধড়ক মারপিট করেন।
ঘটনা দেখতে পেয়ে জাসদ নেতা সাব্বির আহমেদ ও জাতীয় পার্টির নেতা ইউসুফ আহমেদ এগিয়ে এসে প্রতিবাদ করেন। পরে পুলিশে খবর দিলে নবাবগঞ্জ থানা পুলিশ আলিফ ট্রেডিং এর ২ কর্মচারীকে গ্রেফতার করেন।
এ ঘটনায় নবাবগঞ্জ ফাড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি। রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসিকে ফোন করলেও তিনি ফোন ধরেননি।
জেএম/রাতদিন