রংপুরে গৃহবধুর গলায় গামছা জড়ানো লাশ উদ্ধার

নিখোঁজ হওয়ার তিন দিন পর দুই সন্তানের জননী রেশমা বেগম রেশমি (২৬)’র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার, ১১ জুলাই সকালে রংপুর নগরীর বাবু পাড়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে মেট্রোপলিটন পুলিশ। 

এ ঘটনায় মৃতের স্বামী আব্দুল খালেক জুম্মান ও বড় ভাই বান্ঠাসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মৃতের গলায় গামছা পেঁচানো ছিল। মৃতের চোখে ও গলায় আঘাতের ছাপ দেখা গেছে। রেশমির বাবার বাড়ি দিনাজপুরে।

জানা গেছে, ৫/৬ বছর আগে রংপুর নগরীর বাবুপাড়া এলাকার মৃত কাবেল মিয়ার পুত্র জুম্মনের সাথে বিয়ে হয় রেশমির। তাদের দুটি সন্তান রয়েছে। গত ৮ জুলাই নিখোজ হন রেশমি। নিখোঁজের পর তার স্বামী জুম্মন কোতোয়ালি থানায় একটি জিডি করেন।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ বলেন, লাশের সুরত হাল দেখে প্রাথমিক ধারণা হিসেবে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। তবে আমরা এটাকে আরো নিবিড় ভাবে তদন্ত করে দেখছি, এছাড়া পোস্টমর্টেম রিপোর্ট এলে বাকিটা বোঝা যাবে।