রংপুরে চিনিকলের কৃত্রিম লোকসানের সাথে যুক্ত কর্মকর্তাদের শাস্তি দাবি

রংপুরের শ্যামপুর চিনিকলসহ ৬টি চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিলসহ ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন শ্রমিক-কর্মচারী ফেডারেশন। আজ মঙ্গলবার, ২৯ ডিসেম্বর দুপুরে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তরা বলেন, পিছিয়ে পড়া রংপুর বিভাগে শিল্প কল-কারখানা নেই বললেই চলে। শ্যামপুর সুগার মিল রংপুরের একটিমাত্র ভারী শিল্প। এর সাথে শত শত শ্রমিক, কর্মচারী ও হাজারো আখচাষি প্রত্যক্ষ-পরোক্ষভাবে জীবিকা নির্বাহ করে। অথচ যখন যে সরকার এসেছে এই চিনিকল বন্ধের পায়তারায় তারা লিপ্ত হয়েছে। চিনিকলের অসাধু কর্মকর্তারা দুর্নীতি করে চিনিকলকে লোকসানের খাতায় অর্ন্তভূক্ত করেছে।

তারা শ্যামপুর সুগারমিলসহ রাষ্ট্রায়ত্ব ৬টি চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিল, চাষিদের কাছ থেকে লাভজনক দামে আখ কেনা, চিনিকলের কৃত্রিম লোকসানের সাথে যুক্ত দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তির দাবি জানান।

আয়োজক সংগঠনের জেলা আহবায়ক শাহিদুল ইসলাম সুমনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ নেতা আনোয়ার হোসেন বাবলু, আরেফিন তিতুসহ অন্যরা।

এবি/রাতদিন