রংপুরে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়েছে। দিবসের এবারেরর প্রতিপদ্য ‘নিরাপদ কর্মপরিবেশ, টেকসই উন্নয়নে বাংলাদেশ’।
রোববার, ২৮ এপ্রিল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর রংপুরের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয় বর্নাঢ্য শোভাযাত্রা। পরে টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এনামুল হাবিব।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ এনামুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ এবং শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সাদেকুজ্জামান ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরির্দশন অধিদপ্তর রংপুরের উপ-মহাপরির্দশক সোমা রায়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাক্তার নুজহাত আফরোজ ও রংপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল।
এবি/রাতদিন