রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে বৃহত্তর রংপুরের তিন জেলায় ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। বরাবরের মতো আজও সংক্রমণের শীর্ষে রয়েছে রংপুর জেলা।
বুধবার, ৩ জুন সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী লাইজু।
তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়। এতে নতুন করে রংপুরে ৭, গাইবান্ধা ৬, কুড়িগ্রাম জেলার আরও ২ জনের করোনা শনাক্ত হয়েছে।
রংপুরের সাত আক্রান্তের মধ্যে নগরীর আইডিয়াল মোড়ে ১, কামারপাড়ায় ১, আনসারি মোড়ে ১, জুম্মাপাড়ায় ১ জন রয়েছেন। এছাড়াও রংপুর র্যাবের ১জন এসপি, হারাগাছে ১ জন ও মিঠাপুকুরে ১ জনের করোনা শনাক্ত হয়।
গাইবান্ধায় আক্রান্ত ৬ জনের মধ্যে রয়েছেন সদরের ৪ জন ও গোবিন্দগঞ্জের ২ জন। জেলাটিতে বেশ কিছুদিন সংক্রমণের হার কম থাকলেও সাম্প্রতিক সময়ে তা বেড়ে গেছে। গতকালও জেলায় ২ জন নতুন করে করোনায় আক্রান্ত হন। ফলে আজ এখানে আক্রান্তের সংখ্যা দাড়ালো ৬৯ জনে।
এছাড়া কুড়িগ্রামের আক্রান্ত ২ জনই উলিপুর উপজেলার। এই জেলায় আক্রান্তের সংখ্যা ৭৫ জন বলে জানান রমেক অধ্যক্ষ।
জেএম/রাতদিন