রংপুরে দিন-দুপুরে সিনিয়র আইনজীবী খুন, ঘাতক আটক

রংপুরে আসাদুল হক নামে ষাটোর্ধ এক আইনজীবী খুন হয়েছেন। দিনের বেলায় প্রকাশ্যে ছুরিকাঘাত করে রতন নামের এক মাদকসেবী তাকে হত্যা করে।

আজ শুক্রবার, ৫ জুন দুপুরে নগরীর তাজহাট থানার ধর্মদাস এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ঘাতক রতনকে আটক করেছে। নিহত আসাদুল হক রংপুর জজ কোর্টের প্রাক্তন সহকারি পাবলিক প্রসিকিউটর ছিলেন।

তাজহাট থানার ওসি তদন্ত রবিউল ইসলাম রাতদিননিউজকে জানান, দুপুর দেড়টার দিকে ৩২ নম্বর ওয়ার্ডের ধর্মদাস বারো আউলিয়া গ্রামে নিহত আইনজীবী আসাদুল হকের বাসায় চুরি করতে গিয়ে ধরা পড়ে একই গ্রামের জাফর আলীর মাদকসেবী ছেলে রতন।

এসময় রতন তার কাছে থাকা ছুরি দিয়ে গলায় ও পেটে কোপ দিলে নিজ বাড়িতে মারা যান রংপুর জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী আসাদুল হক।

পুলিশ লাশ উদ্ধার ও ঘাতক রতনকে আটক করেছে।

পুলিশ জানায় , নিহত আইনজীবীর বড় মেয়ে অস্ট্রেলিয়া প্রবাসী ও ছোট মেয়েকে নিয়ে স্ত্রী গ্রামের বাড়িতে থাকায বাসায় একাই থাকতেন ওই আইনজীবি।

এদিকে ওই ঘটনার খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) শহীদুল্লাহ কাওছার, রংপুর বার সমিতির সভাপতি ও জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আব্দুল হক প্রামানিক ঘটনাস্থল পরিদর্শন করেন।

জেএম/রাতদিন