রংপুরে দুর্নীতির দায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীর কারাদন্ড

রংপুরের শঠিবাড়ি সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারের সাবেক ব্যবস্থাপক রেজাউল বারী ও অফিস সহকারী শফিকুল ইসলামকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রংপুর দুর্নীতি দমন বিশেষ আদালতের বিচারক তারেক সাঈদ আজ বৃহস্পতিবার, ২৯ আগস্ট এ রায় ঘোষণা করেন।

রায়ে উভয়কে ২০ হাজার টাকা করে জরিমানা অনদায়ে তিন মাসের কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর...
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3929264565086846" data-ad-slot="3647344972">

সূত্র মতে, শঠিবাড়ি সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে নকল রশিদ তৈরি করে মাছের পোনা বিক্রি করে আসামিরা পাঁচ লাখ টাকা আত্মসাৎ করেন। এ অভিযোগে ২০০২ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনে তাদের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় মামলা দায়ের করা হয়।

এরপর ১৪ জনের সাক্ষ্য ও জেরা শেষে ১১ বছর পর তাদের বিরুদ্ধে রায় ঘোষণা করেন আদালত।