জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় নকল সরবরাহের দায়ে সেতু আহমেদ নামের এক শিক্ষককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর দুপুরে রংপুর সদর উপজেলার শ্যামপুর বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে ওই শিক্ষককে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব।
জানা গেছে, বৃহস্পতিবার জেএসসি’র গণিত পরীক্ষা চলাকালে শ্যামপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শিক্ষক সেতু আহমেদ পরীক্ষার্থীদেরকে নকল সরবরাহ করাসহ মৌখিক ও লিখিতভাবে সহযোগিতা করছিলেন। এ সময় পরিদর্শক তাকে অসদুপায় অবলম্বনে সহযোগিতা করায় আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব বলেন, ‘পাবলিক পরীক্ষাসমূহ অপরাধ আইন ১৯৮০/৯ এর ক ও খ ধারা অনুযায়ী শিক্ষক সেতু আহমেদকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। সাথে অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে আদালত।’
তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই শাস্তি দেওয়া হয়েছে। অভিযুক্ত শিক্ষক স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
এনএ/রাতদিন