রংপুরে নদীতে নিখোঁজের ২ দিন পর জেলের মরদেহ উদ্ধার

রংপুরের তারাগঞ্জ উপজেলায় চিকলী নদীতে ডুবে নিখোঁজ হওয়া জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আলী হোসেন (৪৫)। তিনি গত শনিবার সকালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন।

ঘটনার দুইদিন পর সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে চিকলী নদীর পাশের আঁখ ক্ষেত থেকে আলী হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন।

তিনি জানান, তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের দিঘলটারী গ্রামের আঁখ ক্ষেত হতে চিকলী নদীতে ডুবে নিখোঁজ হওয়া জেলের মরদেহ উদ্ধার হয়েছে। ওই জেলে পার্শ্ববর্তী উপজেলা বদরগঞ্জের রাধানগর ইউনিয়নের দিলালপুর গ্রামের মৃত কান্দুরা মামুদের ছেলে।

শনিবার সকালে মাছ ধরতে নদীতে নেমে নিখোঁজ হয় আলী হোসেন। পরে দিনভর খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় উদ্ধার অভিযান শেষ করে ফিরে যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ঘটনার দুইদিন পর সোমবার সকালে চিকলী নদীর পাশের একটি আঁখ ক্ষেতে মরদেহ পরে থাকতে দেখে পুলিশে জানায় স্থানীয়রা। পুলিশ ওই আঁখ ক্ষেত মরদেহটি উদ্ধার করে।

ওসি ইসমাইল হোসেন আরো জানান, মরদেহটি উদ্ধার করার পর তা নিখোঁজ ব্যক্তির হিসেবে শনাক্ত করা হয়েছে। পরে
তার পরিবারের কাছে হস্তান্তর করেন। তবে ওই ঘটনায় কোনো মামলা হয়নি।

এনএ/রাতদিন