রংপুরে নিরাপদ সড়ক দিবস পালিত

‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’এই স্লোগানে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে রংপুর মহানগরীতে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। মঙ্গলবার, ২২ অক্টোবর নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

দুপুরে নগরীর কাচারী বাজারস্থ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বনার্ঢ্য শোভাযাত্রা বের করে জেলা প্রশাসন, সড়ক বিভাগ ও  বিআরটিএ। এতে বিভিন্ন রংয়ের ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুরের জেলা প্রশাসক (ডিসি) আসিব আহসান।

এ সময় বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার (ট্রাফিক বিভাগ) ফরহাদ ইমরুল কায়েস, বিআরটিএ রংপুর বিভাগীয় পরিচালক আব্দুল কুদ্দুস, বিভাগীয় পরিদর্শক নুর সাফা, জেলা মটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক রাজু, জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও ক্যাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মানিক, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক খতিবার রহমান।

এনএইচ/রাতদিন