রংপুরে পায়ুপথে বাতাস ঢোকানোয় শ্রমিকের মৃত্যু, ৩ জনের বিরুদ্ধে মামলা

রংপুরে পায়ুপথ দিয়ে শরীরে বাতাস ঢুকিয়ে দেয়ায় মহির উদ্দিন নামে এক ব্যক্তি মারা গেছেন। ৬০ বছর বয়সী ওই ব্যক্তি নগরীর মাহিগঞ্জ দেওয়ানটুলি এলাকার জমজম ফিড মিল নামের একটি প্রতিষ্ঠানের শ্রমিক ছিলেন।


রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার, ২৩ অক্টোবর সকালে তিনি মারা যান। এ ঘটনায় তার স্ত্রী আলেয়া বেগম তিনজনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত মঙ্গলবার জমজম ফিড মিলের কয়েকজন শ্রমিক দুষ্টুমি করতে গিয়ে মেশিনের বাতাস বের হওয়ার ভ্যাকুয়াম পাইপ মহির উদ্দিনের পায়ুপথে ঢুকিয়ে দেন। এতে ওই শ্রমিকের পেট ফুলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর আজ শুক্রবার সকালে তিনি মারা যান।


এ ঘটনায় ওই মিলের পলাতক শ্রমিক রশিদুল ইসলাম, জহিরুল ইসলাম বাবু এবং আরেক জহুরুল ইসলামের বিরুদ্ধে মাহিগঞ্জ থানায় মামলা হয়েছে।

মাহিগঞ্জ থানার ওসি শেখ রোকনুজ্জামান জানান, ঘটনাটি দুষ্টুমি না অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে।

এবি/রাতদিন