বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুরের ১৭জন ফটো সাংবাদিককে পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করেছে রংপুরের হস্তশিল্প প্রতিষ্ঠান কারুপণ্য রংপুর লিমিটেড। প্রাণঘাতি করোনাকালেও জীবনের ঝুঁকি নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে নানা শ্রেণী পেশার মানুষ। এক্ষেত্রে সবচাইতে বেশী ঝুঁকি নিয়ে কাজ করছেন ফটো সাংবাদিকরা। বিষয়টি মাথায় রেখে কারুপণ্যের এই উদ্যোগ বলে জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।
রবিবার, ১০ মে দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন ফটো সাংবাদিকদের হাতে এসব পিপিই তুলে দেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুরের সভাপতি কাজী জাহিদ হোসেন লুসিড, সহ-সভাপতি এম মিরু সরকার, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আরমান কোষাধ্যক্ষ ইমরোজ হোসেন ইমু দপ্তর ও প্রচার সম্পাদক মেজবাহুল হিমেল সহ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সদস্যরা।