রংপুর নগরীর একটি মাছ বাজারকে আনুষ্ঠানিকভাবে ফরমালিনমুক্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার, ২৭ জুন বিকেলে এ ঘোষণা দেন সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিনারা হাফিজা ফেরদৌস।
এসময় তিনি বলেন, ‘আমরা এই বাজারের(সিও বাজার) ব্যবসায়ীদের উপর যেমন আস্থা রাখছি, সাধারণ জনগণও আস্থা রাখতে পারবেন। ফরমালিনমুক্ত মাছের বাজার ঘোষণা করা হলো। আশা করছি, বাজারের সবকিছুই ফরমালিনমুক্ত হবে।’
ফরমালিনমুক্ত মাছ বাজার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলার ইউএনও ইসরাত সাদিয়া সুমি, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা জামান ববি, জেলা পরিষদ সদস্য সিরাজুল ইসলাম প্রামাণিক ও সদ্যপুষ্করণী ইউপি চেয়ারম্যান হাজী সোহেল রানা।
ফরমালিনমুক্ত ঘোষণা দেওয়া মাছ বাজারটি হচ্ছে রংপুর সদর উপজেলা পরিষদের পাশের সিও বাজার।
এবি/রাতদিন