রংপুরে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক লকডাউন, ৪ কর্মকর্তা করোনায় আক্রান্ত

রংপুরে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একমাত্র শাখাটি লকডাউন করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধ ও গ্রাহকদের সুরক্ষায় কর্তৃপক্ষীয় সিদ্ধান্তে শাখাটি লকডাউন করা হয়।

বৃহস্পতিবার, ২৫ জুন দুপুরে রংপুর সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ আজিজ সুপার মার্কেটে অবস্থিত শাখাটিতে লাল পতাকা উত্তোলন করে লকডাউন ঘোষণা করে।

সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান তাজ জানান, সম্প্রতি ওই শাখায় কর্মরত চারজন কর্মকর্তা করোনা আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছেন। একারণে শাখার গ্রাহকসহ কর্মরত সকলের সুরক্ষা ও করোনা সংক্রমণ ঝুঁকি রোধে শাখাটি লকডাউন করা হয়েছে।

লকডাউনের বিষয়টি নিশ্চিত করে শাখাব্যবস্থাপক শীষ মোহাম্মদ আবু হানিফা জানান, ইতোমধ্যে শাখাটির চারজন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। আরও সাত কর্মকর্তা-কর্মচারীর দেহে এই ভাইরাসের উপসর্গ দেখা দিয়েছে। এ অবস্থায় প্রধান শাখার উর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে শাখাটি লকডাউন করা হয়েছে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শাখায় লেনদেনসহ সব কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান তিনি।

জেএম/রাতদিন