রংপুরে বাজার পরিদর্শনে মেয়র, পণ্য মূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখার আহ্বান

রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা পবিত্র রমজান উপলক্ষে নগরীর সিটি বাজার পরিদর্শন করেছেন। এসময় তিনি মাছ, মাংস, মুরগী, চাল, ফলমূলসহ নিত্য প্রয়োজনীয় পণ্য ব্যবসায়ীদের সাথে কথা বলেন।

মেয়র মাহে রমজানে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার আহ্বান জানান ব্যবসায়ীদের প্রতি। সোমবার, ৬ মে বাজার পরিদর্শনে গিয়ে এ আহ্বান জানান মোস্তাফিজার রহমান মোস্তফা।

পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় উন্মুক্ত অবস্থায় হোটেল-রেস্তরাঁ না রাখার আহ্বান জানানো হয়েছে মালিকদের। পাশাপাশি সকল প্রকার খাদ্যে ভেজাল দেওয়া এবং ফলমূলে ফরমালিন মেশানো থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান।

এসময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোঃ মাহমুদুর রহমান টিটু, কাউন্সিলর মো. সেকেন্দার আলী, মেয়রের সহকারী একান্ত সচিব কাজী জাহিদ হোসেন লুসিড, সিটি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক মো. মাসুম মিয়া এবং ব্যবসায়ী নজরুল ইসলাম, রাকিবুল হায়দার রানা ও হানিফুর রহমান।

এইচএ/রাতদিন